গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারি আশার আলো সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের যুগ্ম কর কমিশনার ও মশামারি আশার আলো সমিতির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক। মশামারি আলো সমিতির সভাপতি শামসুজ্জোহা রঞ্জু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, সমিতির সদস্য ও ব্যাংকার কাজীউল ইসলাম কাজল, গোলাম মোস্তফা, শামসুল আলম মহুরি, আব্দুল করিম, রেজাউল করিম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য বকুল মিয়া, গোলজার রহমান, হামিদা বেগম, উদ্যোক্তা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে সমিতির পক্ষ থেকে উড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সম্মাননা ক্রেস্ট ও ছাতা প্রদান করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report