ময়মনসিংহ বেগুন বাড়ি স্টেশন এলাকায়
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় নজরুল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৯এপ্রিল) বিদ্যাগঞ্জ ডাঃহারুনর রশিদ এর ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে সে।তবে বাম চোখের উপরে কপালের ভিতরে অংশে ৩টা সেলাই, উপরের অংশে ৩টা সেলাই পরেছে।
নজরুল ইসলাম বাবু গাইবান্ধা সদর বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ঘুঘুদহ গ্রামের মরহুম নবেজ্জল শেখ এর পুত্র।
ঢাকা কমলাপুর স্টেশন থেকে শুক্রবার (২৯এপ্রিল)দেওয়ানগঞ্জ এক্সপ্রেসে দেওয়ানগঞ্জ এর উদ্দ্যেশে ফিরছিলো স্ত্রী কে নিয়ে বাবু।জানালার পাশেই বসে ছিল সে।পথিমধ্যে ময়মনসিংহ বেগুন বাড়ি স্টেশন ছারা’র মুহুর্তে চলন্ত ট্রেনে কে বা কারা হঠাৎ করে পাথর নিক্ষেপ করে। সেই পাথরের আঘাতে গুরুতর আহত হয় বাবু, স্ত্রী’র ডাক চিৎকারে ডিউটিরত রেল পুলিশ বিদ্যাগঞ্জ এলাকায় জরুরী চিকিৎসার জন্য নামিয়ে দেয়। পরে বিদ্যাগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শনিবার সকালে তাকে বারি নিয়ে আসা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report