গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইপিজেড স্থাপনের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত আলোচনায় জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান, বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী ফারুক আহম্মেদ ও সাঁওতাল নেতৃবৃন্দ।
এসময় রংপুর সুগার মিল কর্তৃপক্ষ বলছেন তাদের অধিগ্রহণকৃত জমি। তাই বেপজাকে হস্তান্তর করা হয়েছে। এখানে সাঁওতালদের কোন অধিকার নেই। অন্যদিকে সাঁওতাল আদিবাসীদের দাবী তাদের বাপ-দাদাদের এই জমি ফিরিয়ে চান তারা।
এব্যপারে বেপজা’র চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই এলাকার উন্নয়নে কিছু একটা করতে হবে। তাই এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড দরকার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের ১১তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে স্থাপিত হবে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)।
All Rights Reserved © 2022 Gaibandha Report