গাইবান্ধার সাঘাটায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফিন মিয়া (১০) নামের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (১০ মে) বিকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে এ ঘটণা ঘটে।
শিশু সাফিন একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মামুন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, শিশু মামুন মিয়া তার বন্ধুদের সাথে তেলিয়ান বিলে গোসল করতে যায় । কম পানিতে গোসল করতে নেমে খেলার ছলে বেশী পানিতে গিয়ে ডুবে যায় । পরে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের জন্য পুকুড়ে নামে অনেক চেষ্টার পরে ব্যার্থ হয়।
পরে স্থানীয় ডুবারু আব্দুল জলিলকে খবর দেয়া হয় । দের ঘন্টা চেষ্টার পরে আব্দুল জলিল গভীর পানি থেকে শিশু সাফিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় সবুজ বাংলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
All Rights Reserved © 2022 Gaibandha Report