গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (১২ মে) দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আশরাফ, নার্সিং সুপারভাইজার আনারকলি আকতার, সিনিয়র স্টাফ নার্স সেলি আকতার, নার্স শিরিন শিলা, মাসুদা আকতার প্রমুখ।
এর আগে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report