গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার আসামী নুর ইসলাম সিদ্দিকী জিম্মী কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ কোম্পানি কোমান্ডার আসিফ উদ-দৌলা বিষয় টি নিশ্চিত করেছেন।
নুর ইসলাম সিদ্দিকী জিম্মী গাইবান্ধা সদরের সদ্দার পাড়ার আমিনুল ইসলামের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানায় (১১) জুলাই ২০২১ তারিখে আশিকুর রহমান রকি মায়ের ঔষধ নিয়ে গাইবান্ধা শহর থেকে ফুলছড়ি উপজেলার মধ্যকঞ্চি পাড়া নিজ বাড়িতে ফিরতেছিলো।এর মধ্য গাইবান্ধা থেকে বালাসী রোড় শহরের সদ্দার পাড়া হালিম বিড়ি ফ্যাক্টারি মোড়ে রাত সাড়ে নয়টার সময় সন্ত্রসীরা রকিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এঘটনায় পরের দিন রকির বড় ভাই রোস্তম পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েক জন কে আসামি করে একটি হত্যা মামলা করে।
তিনি আরো বলেন কিছু দিনের মধ্যেই এজাহার ভুক্ত সব আসামি গ্রেপ্তার হয়।আসামীদের দেয়া তথ্য অনুযায়ী এবং হত্যার সাথে সম্পৃক্ততা পাওয়ায় আসামী নুর ইসলাম সিদ্দিকী জিম্মী কে গতরাতে গ্রেপ্তার করে র্যাব-১৩।
শুক্রবার (১৩) মে বিকেলে আসামী নুর ইসলাম সিদ্দিকী জিম্মী কে পুলিশ আদালতে সোর্পদ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
All Rights Reserved © 2022 Gaibandha Report