গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামে বাবার বাড়িতে বসবাসরত অবস্থায় বিধবা নারী শেলিনা বেগম গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরে। স্থানীয়সূত্রে জানা গেছে, গত ৩ বছর আগে শেলিনার স্বামী মারা যায়। তার কোন সন্তান নেই। স্বামী মারা যাওয়ার পর থেকে শেলিনা রামভদ্র গ্রামে তার বাবা আমির আলীর বাড়িতে থাকত। ছোটবেলা হতে তার মৃগী রোগ ছিল। দীর্ঘদিন থেকে সে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধী ছিল। শুক্রবার রাতে ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
গতকাল শনিবার সকালে ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি মানুষিক ভারসাম্যহীনতার কারনে সে আত্নহত্যা করেছে। সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে সে নানাবিধ রোগে ভুগছিল। সে কারনে সে আত্নহত্যা করেছে। এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দে জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report