আজ রবিবার (১৫) মে দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আট কেজি গাঁজা সহ সিরাজুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম বেজগ্রামের নুর ইসলাম ওরেফে নুরু,ওরফে পেড্ডা এর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া বাঁশহাটির পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কে বাস চেকিং করার সময় রাইচ কুকারের এর মধ্যে থেকে ০৯ টি কালো পলিথিনের মধ্যে মোট ০৮ কেজি গাঁজা সহ বিনতি পরিবহনের যাত্রীর সিরাজুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজুর রহমান দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report