সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ উপলক্ষ্যে শহীদ লিটন স্মৃতি সংসদের আয়োজনে বামনডাঙ্গা শহীদ লিটন স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের স্ত্রী, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, এতে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমস উদ্দিন বাবু বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ওসমান আলী সরদার, বামনডাঙ্গা শাপলা কুড়ি’র আশরের প্রতিষ্ঠাতা সভাপতি, হাবিবুর রহমান হবি, যুবলীগ নেতা মাইদুল ইসলাম, রাসেল প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হয়।