জুয়েল রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি, আহসান করিম চাঁন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামীলীগ নেতা মজনু হিরো, যুবলীগের সভাপতি, মসিউর রহমান মিঠু, যুবলীগ নেতা, রুহুল আমিন হিরু, ছাত্রলীগ নেতা রুহুল আমীন প্রামাণিক, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাহিরগোলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন।