উৎসব মুখর পরিবেশে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ মে) সকাল ১১টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে ৩৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা আবু তালেব মওলা ছাতা প্রতীক নিয়ে ১৩ ভোট, আসাদুজ্জামান বাদশা আনারস প্রতীক নিয়ে ১০ ভোট এবং মেহেদী হাসান বাবু চেয়ার প্রতীক নিয়ে কোন ভোট পায়নি।
নির্বাচন শেষে ফলাফল ঘোষনার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম। উল্লেখ্যঃ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮ জন, ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা।
All Rights Reserved © 2022 Gaibandha Report