সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান(৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে জানাজায়, ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সাথে সঙ্গে পাশ্ববর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমান বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই আনোয়ারা বেগমকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো আতোয়ার। এরই ধারবাহিকতায় ২০১৯ সালের ৬ জানুয়ারী রাতে আনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত গুরুত্বর জখম করে আতোয়ার। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখে।
এরপর ৭ জানুয়ারী আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন তার ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দিয়েছেন
All Rights Reserved © 2022 Gaibandha Report