গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইব্রাহিম আকন্দ সেলিম। তিনি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা দিয়ে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কলেজের শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, স্থানীয় সাংসদ ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বিচারপতি খুরশীদ আলম সরকারের সহযোগিতায় কলেজের অবকাঠামো নির্মাণ করেছেন।
অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম তাঁর এ সাফল্যের জন্যে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্খীগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাঁর খুব ভালো লাগছে। শিক্ষার্থী ও কলেজের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। তাঁর এ স্বীকৃতি শিক্ষার প্রসারকে আরও যুগোপযোগী করার অনুপ্রেরণা জোগাবে বলে জানান অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে যাচাই বাছাই করে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে। তাদেরকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।
All Rights Reserved © 2022 Gaibandha Report