গাইবান্ধার বাদিয়াখালিতে পানিতে ডুবে জুনাইদ নামে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩মে) বিকাল ৬টায় গাইবান্ধা সদর বাদিয়াখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড রামনাথের ভিটা সুইচ গেট গ্রামে এ ঘটনা ঘটে।শিশু জুনাইদ ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে।
জানা যায়, ওই শিশুর মা ধান মারাইয়ের কাজে ব্যাস্ত ছিলেন, এসময় শিশু জুনাইদ বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পিছনে বৃষ্টি র পানি জমে থাকা খালে অনেক খোঁজাখুঁজি করে পানিতে ডুবে থাকা জুনাইদ কে পাওয়া যায়। পরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
All Rights Reserved © 2022 Gaibandha Report