গাইবান্ধার ফুলছড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন সহায়তা কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বিনাখরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ মে) সকালে ফুলছড়ি উপজেলায় উড়িয়া ইউনিয়নে রতনপুর গ্রামের স্থানীয় জনগণদের সাথে আইনগত সহায়তা প্রদান কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিকার কেন্দ্রীয় অফিসের সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালক ও বিভাগ প্রধান এডভোকেট আনিছুর রহমান কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিকা গাইবান্ধা ও রংপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন ও মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রশিকার ফুলছড়ি এলাকা ব্যবস্থাপক শামসুল আলম।
এরআগে গত রোববার কঞ্চিপাড়া ইউনিয়নের মানিককোড় উচ্চ বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচি পালন করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report