সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা ও উন্মুক্ত রাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার তারাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউপি সচিব মিজানুর রহমান, রেডক্রিসেন্ট প্রতিনিধি সাইফুল ইললাম, খুরশিদ আলম, এসকেএস প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসোড প্রতিনিধি শাহ জালাল ইসলাম, সাংবাদিক রেজাউল ইসলাম প্রমুখ।
সভায় আসন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে ইউপি চেয়ারম্যান চলতি অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করে।বাজেটে আয় ধরা হয়েছে ২০ কোটি ৯৫ হাজার ৩২০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬০ হাজার ৩২০ টাকা।