সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভূয়া আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক তরফদারকে এক বছরের জেল দিয়েছে জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতের বিচারক।
গত বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় তাকে এক বছরের জেল এবং ৮ লাখ টাকা জরিমান প্রদানের নির্দেশ দেয়। টাকা পরিশোধ না করা পর্যন্ত তার জামিন না মঞ্জুর করার আদেশ দেয়া হয়েছে। রাজ্জাক উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে দীর্ঘদিন হতে নিজকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে চাকরি, বিভিন্ন অফিসে কাজ পাইয়ে দেয়া এবং ব্যবসার কথা বলে একাধিক ব্যক্তির নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে ব্যাংকের ভূয়া চেক দিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণা করে আসছিল। এনিয়ে স্থানীয় ব্যবসায়ী ঈমান আলী মামুন গত ২০২০ সালে আদালতে মামলা করে। দীর্ঘদিন পর বৃহস্পতিবার মামলার রায় হয়। রাজ্জাক বর্তমানে জেল হাজতে রয়েছে।
সোনারায় ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রনজিৎ কুমার সরকার জানান, আব্দুর রাজ্জাক তরফদার আওয়ামীলীগের কেউ না। ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিতে তার কোন নাম নেই। সে আওয়ামীলীগকে ভাল বাসতে পারে।
উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা জানান, রাজ্জাক আওয়ামীলীগের কেউ না। সে ভূয়া আওয়ামীলীগ নেতার পরিচয় দিয়ে মানুষের কাছে প্রতারণা করে আসছে। সে আওয়ামীলীগকে সমর্থ করতে পারে। সেটি অন্য বিষয়, তবে আওয়ামীলীগের কমিটিতে তার কোন নাম নেই।
All Rights Reserved © 2022 Gaibandha Report