সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার(২৯ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদামে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবেদ আলী,সিনিয়র সাংবাদিক ও সংগঠক হাবিবুর রহমান হবি, হোপ এগ্রো রাইস মিলস এর প্রোপাইটর নজরুল ইসলাম, সাংবাদিক জয়ন্ত সাহা যতন, কৃষক মোতালেব মিয়া, জহুরুল মিয়া, জুয়েল রানা, নিলু রাম রায় প্রমুখ।
এ উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদামে সরকারিভাবে ধান ৮ শ’ ১৯ মেট্রিকটন ও চাল আনুমানিক ১হাজার ৩শ’ ৬৫ মেট্রিকটন ক্রয়ের টার্গেট ধরা হয়েছে।
উদ্ধোধনী দিনে বামনডাঙ্গা খাদ্য গুদাম হোপ এগ্রো অটো রাইস মিলস এর কাছে ১৮ মেট্রিকটন চাল ও দু’জন কৃষকের কাছে ৬ মেট্রিকটন ধান ক্রয় করে।