সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক শেখ আলতাব হোসেনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুল বান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ,বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া, সহকারি শিক্ষক মাহবুবার রহমান, এস এম রোকনুজ্জামান, শাহাদৎ হোসেন লিটন, রেজাউল ইসলাম প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে, রজনীগন্ধার স্টিক, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মকসুদ কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি মৌলভী শিক্ষক।