সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁছগাছি শান্তিরাম মসর উদ্দিন ব্যাপারি হাফিজিয়া মাদরাসার ও এতিমখানার শিক্ষার্থী ইসমাইল হোসেনকে পিঠিয়ে আহত করার অপরাধে মাদরাসার হুজুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হুজুর রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হাছেন আলীর ছেলে।
জানা গেছে, গত ২৮ মে শিক্ষার্থী ইসমাইল হুজুরকে না বলে মাদরাসা সংলগ্ন বাড়িতে বই আনতে যায়। শিক্ষার্থী বাড়ি থেকে বই নিয়ে মাদরাসায় ফিরে এসে হুজুর তাকে বেদম মারপিঠ করে। ইসমাইল পাঁছগাছি শান্তিরাম গ্রামের ইসমোতারা বেগমের ছেলে। খবর পেয়ে আহত ইসমাইলের মা এসে তার ছেলে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
বিষয়টি মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান সরকার মান্নানকে জানালে তিনিও ইসমাইলের মা’য়ের সাথে খারাপ আচারণ করে। স্থানীয় ভাবে চিকিৎসা করার পর গত বৃহস্পতিবার ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এনিয়ে ইসমাইলের মা ইসমোতারা বেগম থানায় মাদরাসার হুজুরের বিরুদ্ধে অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে মাদরাসার হুজুরকে গ্রেপ্তার করে পুলিশ।
ইসমোতারা বেগম জানান, তার ছেলের একটি পা’য়ের হাড় ভেঙে গেছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতার নিকট কোন বিচার না পেয়ে থানায় মামলা করে।
ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, অভিযোগের ভিত্তিতে হুজুরকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।