গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়ার গ্রামে বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে শিশু সাম্মি আক্তার (৫) নিহত হয়েছেন।
এছাড়াও আহত হয়েছেন আরও ২ জন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মধ্যে কঞ্চিপাড়া গ্রামের রশিদ মিয়ার চাতালের সামনের মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শাম্মি আক্তার হলেন— (৫) উপজেলার মধ্যে কঞ্চিপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে । আহতরা হলেন একই গ্রামের মোঃ জিয়া মিয়ার ছেলে জিহাদ-(৫) ও হালিমা আক্তার (২৫)
স্থানীয়রা জানান, রবিবার ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলিতে বালু ভর্তি করে দূতগতিতে আসছিলো এসময়
ট্টলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি একটি বাড়ির বারান্দা দুমড়ে মুচড়ে ঙেঙ্গে যায় এসময় শাম্মি আক্তার ট্রলি গাড়ির নিচে চাপা পরে
স্থানীয়রা,উদ্ধার করে গুরুতর অবস্থায়,রংপুর মেডিকেল হাসপাতালে যাওয়ার পথেই মারা যায় শিশুটি।
এদিকে দূর্ঘটনা ঘটার পরপর ড্রাইভার পলাতক রয়েছেন। জানা যায় ট্রলি টি তুলন বিশ্বাস নামের এক ব্যাক্তির।
All Rights Reserved © 2022 Gaibandha Report