সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের জন্য শুদ্ধাচার ও নৈতিকতা অনুশিলন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী অভ্যান্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দলিল লেখকদের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, সুন্দরগঞ্জ উপজেলার সাব-রেজিষ্ট্রার আব্দুল আল মাসুম, গাইবান্ধা সদরের রজব আলী, পশালবাড়ির অহেদুল ইসলাম ও সাদুল্লাহপুরে মেহেদি হাসান প্রমুখ।
কর্মশালায় উপজেলার সকল দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। কিভাবে দলিল লেখতে হবে, কি কি কাগজপত্রাদি লাগবে এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।