সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদ হোসেন এসকেএস প্রতিনিধি মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় বিশ্ব পরিবেশ দিবস নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।