গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রয়াত সাংবাদিক আইয়ুব হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৩ সালের ৯ জুন তিনি ইন্তেকাল করেন। মৃত্যু আগমুহূর্ত পর্যন্ত সাংবাদিক আইয়ুব হোসেন দৈনিক করতোয়ার তৎকালীন ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি মানবাধিকার কমিশন ফুলছড়ি উপজেলা শাখা, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের ফুলছড়ি ইউনিট ও ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সাংবাদিক আইয়ুব হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রয়াত সাংবাদিক আইয়ুব হোসেনের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার স্ত্রী রেজওয়ানা আইয়ুব।
All Rights Reserved © 2022 Gaibandha Report