সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধঃ গাইবান্ধা সুন্দরগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক, মিসেস আফরুজা বারী।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল, উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান, উম্মে ছালমা, সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোছাঃ নাসরিন সুলতানা রেখা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, রতন মিয়া, জুয়েল রানা জিকো, নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশন সভাপতি, মশিউর রহমান আশিক প্রমুখ।
এতে সেচ্ছাসেবী সংগঠন নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশনের সদস্যরা উপজেলা আওয়ামী’লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক, মিসেস আফরুজা বারী কে মানবতার মা হিসেবে ভূষিত করেন সংগঠনটটি।
এর আগে সংগঠনের সদস্যরা একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।