গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া নজরুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আজীবন দাতা সদস্য ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নজরুল হক আদর্শ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।
এতে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দাতা সদস্য কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু কে সভাপতি পদে নির্বাচিত করা হয়। সোহেল রানা শালু ইতিপূর্বে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দিয়া মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
All Rights Reserved © 2022 Gaibandha Report