নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ির বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জুন) দুপুরে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদ, আনিছুর রহমান ও মধু মিয়া, সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, প্রভাষক নুরে আলম সিদ্দিক হাউলিদার, আব্দুল মান্নান সরকার ও আবুল কাশেম, শিক্ষক জহুরুল হক, শিক্ষার্থী তামান্না আকতার, সোহাগ মিয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report