রবিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, রশিদুল ইসলামের পুত্র সন্তান না থাকায় তার স্ত্রী জেসমিন বেগম স্বামীর কাছ থেকে এক বিঘা জমি নিজের নামে দলিল করে নিতে চায়। রশিদুল ইসলাম জমি দলিল করে দিতে চাইলেও দলিল করতে বিলম্ব করেন। জমি দলিল নিয়ে স্বামী স্ত্রী মাঝে দীর্ঘদিন থেকে ঝগড়া চলে আসছিল। আজ রশিদুল বাজার থেকে বাড়ীতে আসলে আবারো দুজনের মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মৃত্য হয়। এ সময় স্ত্রী জেসমিন বেগম ও ছোট মেয়ে রুবাইয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন (৩৫) ও অপর মেয়েকে দ্রুত উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্য সংবাদ পেয়ে ঘটোনা স্থানে গিয়ে একজনের লাশ উদ্ধার করি এবং আসামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন তাদেরকে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মামলা প্রক্রিয়া চলছে।