গাইবান্ধার ফুলছড়ির আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩জুন)ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলাচত্তরে গিয়ে শেষ হয়।
সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও ফারজানা রাব্বি বুবলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম সেলিম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতাউর রহমান বাদল, সহ সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা কৃষকলীগের সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক ছালাম মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদ্দৌলা রাজুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। শেষে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report