গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বাষিক সম্মেলনে আহসান হাবীব সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও মাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচত হন।
গত বুধবার দুপুরে উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের দলীয় নমিনী ফারুক আলম সরকার, প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ এবং ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু ও সদস্য সচিব ওহিদুল ইসলাম জয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩৩৫ জন কাউন্সিলরের গোপন ব্যালটের ভোটে ২১৬ ভোট পেয়ে আহসান হাবীব সভাপতি, ১৯১ ভোট পেয়ে রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও বিনাপ্রতিদ্বন্দিতায়
All Rights Reserved © 2022 Gaibandha Report