সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনজু মিয়ার ছেলে।
জানাযায় গত ২৫ জুন পদ্দাসেতুর শুভ উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী ছিলেন তাহার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্দাসেতুর শুভ উদ্বোধনের একটি ছবিতে সায়মা ওয়াজেদ পুতুল কে বিকৃত করে মানহানিকর কটুক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন। ফেসবুক পোষ্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল শনিবার রাতেই থানায় উপস্থিত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকালে সুন্দরগঞ্জ বাজার থেকে রনিকে গ্রেফতার করেন।
সুুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ আজিজ জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে বিকৃত করে মানহানিকর কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় আমরা অভিযান চালিয়ে রুমন সরকার রনিকে গ্রেফতার করি।
All Rights Reserved © 2022 Gaibandha Report