গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত ২২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে
গতকাল (২৫ জুন) বালাসীঘাট বাস টার্মিনাল চত্বরে কঞ্চিপাড়া ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান, উপ-পরিচালক নাঈম মোহাম্মদ, রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আশরাফুর রহমান, বালাসীঘাট পোর্ট অফিসার আসাদুজ্জামান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়

উপজেলার কঞ্চিপাড়া, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ২২’শ বন্যা কবলিত দু:স্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি লবন ও ২ কেজি আলু।