বর্ষা মৌসুম,’পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ফসলি জমি, নদী-নালা, খাল-বিলে জমেছে পানি। নতুন পানিতে মাছ ধরার জন্য পাতি-পলো, দারকি, টেপা, খলাই নিয়ে স্থানীয় হাটে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা।
ছবিটি গাইবান্ধা সদর উপজেলার তুলসিঘাট থেকে তোলা।
ছবিঃ রিফাতুন্নবী রিফাত