ফুলছড়িতে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের সুফল ভোগীদের ১৫দিন ব্যাপী রিফ্রেশার্স ও টেইলারিং প্রশিক্ষণের সমাপনী ও প্রকল্পের ২০ জন সুফল ভোগীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুন) বিআরডিবি’র প্রশিক্ষণ কেন্দ্রে টেইলারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুৎ সমিতির কালির বাজার সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আজিজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রশিক্ষক রোজী আকতার প্রমুখ।