সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ মৌসুমে উফসী রোপা আমন প্রনোদণা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, এসএপিপিও সাদেক হোসেন, কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ময়নুল ইসলাম, জামিউল ইসলাম, মোখলেছুর রহমান, এস এম সরওয়ার, আঃ রহিম সরকার, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি ইমদাদুল হক উপজেলা প্রেসক্লাবের সদস্য নুর আলম সরকার, বরুন সরকার প্রমুখ।
পরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে প্রনোদণার ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হবে।