সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছামসুনাহার বেগম(৫৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার দুপুরে নতুন দুলাল ভরোট গ্রামে এঘটনা ঘটেছে।
জানাগেছে পুত্রবধুর সাথে অভিমান করে বৃদ্ধা ছামসুনাহার নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফাঁশ থেকে তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ছামসুনাহার ওই গ্রামের দুলু মিয়ার স্ত্রী।
কঞ্চিবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুত্রবধুর সাথে অভিমান করে ছামসুনাহার নিজ শয়ন ঘরে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে।
থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনা পরিদর্শন করেছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report