গাইবান্ধার ফুলছড়িতে এলজিইডির প্রভাতী প্রকল্পের আওতাভুক্ত কোভিড-১৯ কর্মসূচির চুক্তিবদ্ধ শ্রমিকদল (এলসিএস) সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলছড়ির আয়োজনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতাভুক্ত কোভিড-১৯ কর্মসূচির চুক্তিবদ্ধ শ্রমিকদল (এলসিএস) সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আল আমিন, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার খন্দকার জাকির হোসেন, এলসিএস দলের সভাপতি শ্রীমতি রন্জিতা রানী, সদস্য সচিব সার্ত্তিক চন্দ্র, আলম মিয়া ও আমিনা বেগম। পরে ৫০ জন এলসিএস সদস্যের মাঝে লভ্যাংশের ৫ লক্ষ ৬৪ হাজার ৩৭৩ টাকা বিতরণ করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report