পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দ ভি.জি.এফ এর চাল নিয়ে বাড়ি ফেরা হলো না আব্দুর রহিম বাদশা (৮২) নামের এক বৃদ্ধের। প্রচন্ড রোদ আর অতিরিক্ত গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে তার প্রাপ্য চাল হাতে পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে রাস্তার মাঝেই মারা যান তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারে এই ঘটনাটি ঘটেছে। বৃদ্ধ আব্দুর রহিম বাদশা ওই ইউনিয়নের বেড়ামালঞ্চা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জানান, আজ সকাল থেকেই ঈদ উপলক্ষে ভি.জি.এফ এর চাল বিতরণ করা হচ্ছিল। ভিড় এড়ানোর জন্য ওয়ার্ড ভিত্তিক ছোট ছোট লাইনে দাঁড়িয়ে চাল বিতরণের ব্যবস্থা করা হয়। তারপরও প্রচন্ড রোদ আর অতিরিক্ত গরমে বৃদ্ধ আব্দুর রহিম বাদশা হয়তো অসুস্থ হয়ে পড়েন। তার প্রাপ্য চাল নিয়ে বাড়ী ফেরার পথে তালুককানুপুর বাজারের মধ্যে এলে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন তিনি। এ সময় সেখানকার লোকজন তাকে ধরাধরি করে পাশেই একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহিম বাদশা আগে থেকেই বয়সের ভারে অসুস্থ ছিলেন। এ অবস্থায় আজ ভিজিএফএফ এর চাল নিয়ে বাড়ী ফেরার পথে মারা যান তিনি।
All Rights Reserved © 2022 Gaibandha Report