সুন্দরগঞ্জ(গাইবান্ধা )প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের সিংগিজানি গ্রামের সিংগিজানিজামে মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে মসজিদ কমিটি আয়োজনে ভিত্তি স্থাপন করেন, কাপাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারন সদস্য মোঃ হাবিজার রহমান , মসজিদ কমিটি সভাপতি , সিরাজুল ইসলাম , কোষাধ্যক্ষ, বাবর আলী, স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন, ধিরাজ মিয়া, জাহিদুর,রাশেদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সদস্য , হাবিজার রহমান জানান, ইসলাম র্ধমের উপসনার একমাত্র স্থান মসজিদ ঘর ণির্মানে আমি সবসময় কাজ করে আসতেছি। যত দিন বেচে আছি আল্লাহ্র ঘরের জন্য যেনো কাজ করতে পারি।