নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের দরিদ্র, নদী ভাঙনের শিকার, প্রতিবন্ধী, বয়স্ক, মাংস ক্রয়ে অক্ষম ও অসহায় ৪শ’ পরিবারকে কোরবানীর মাংস দেওয়া হয়েছে। ঈদের দিন রোববার উপজেলার জমিলা আকতার উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মাঝে এই মাংস দেওয়া হয়। ৫টি গরু দিয়ে করা এই কোরবানী মাংস প্রত্যেক পরিবারকে ২ কেজি করে দেয় বেসরকারি সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ অফিসের প্রতিনিধি রেজাউল করিম সহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সরকারী প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার বাংলাদেশ অফিসের কর্তৃক দরিদ্র, নদী ভাঙনের শিকার, প্রতিবন্ধী, বয়স্ক, মাংস ক্রয়ে অক্ষম অসহায় পরিবারকে মাংস দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজনের কাছে প্রশংসিত হয়েছে।