সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফের ৫১০ জন গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে আগামি ২১ জুলাই ফের ঘর ও জমি হস্তান্তর নিয়ে প্রেস ব্রিফিং এবং মতবিনিময় করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, আমিনুল ইসলাম, শামসুল হুদা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য এ পর্যন্ত ১ হাজার ১৯২টি ঘরের বরাদ্দ রয়েছে। এর মধ্যে ৬৮২টি ঘর ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ৭৫ হাজার হতে ১ লাখ ৯০ হাজার টাকা এবং ২ লাখ ৩৩ হাজার হতে ২ লাখ ৫৯ হাজার টাকা। আগামি ২১ জুলাই এক যোগে প্রধানমন্ত্রী ৪র্থ ধাপে ফের ঘর ও জমি হস্তান্তর করবেন। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় রয়েছে ৫১০টি