জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি’র মৃত্যুতে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহ-সভাপতি বিমল কুমার সরকার, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, সাংবাদিক মুজিবুল হক ছানা, মজিবর রহমান, সাইম রেজাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।