রফিকুল ইসলাম লাভলু, পীরগাছা( রংপুর) প্রতিনিধিঃ রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের চেয়ারম্যানের পদ্যক্ষেপে গ্রাম পুলিশ ও এলাকাবাসির সহযোগিতায় এক জন গাঁজা ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশের হাতে দেয়া হয়।
সোমবার সন্ধায় ইউনিয়নের বড় ডিকটারি গ্রামের ছকিজল মিয়ার বাড়ীর সামন থেকে গাঁজা ও নগদ অর্থসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত হওয়া ব্যক্তি হলেন, সুুন্দরগঞ্জ উপজেলা নওহাটি চাচীয়া গ্রামের মৃত্য কছিম উদ্দিনের পুত্র, সাজু মিয়া।
স্থানীয়রা জানান, প্রতিদিনেই প্রায় সন্ধায় সাজু মিয়া গাঁজাবিক্রয় করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। আজ এলাকাবাসী একত্রিত হয়ে গাঁজাবিক্রয়ের সময় তাকে হাতে নাতে আটক করেন এবং গ্রাম পুলিশের সহযোগিতার তাকে আটক করেন। এরপর ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে ইউপি চেয়াম্যানের সহযোগিতার পুলিশের হাতে শপদ্য করেন।
এবিষয়ে থানার এস আই রিয়াজুল ইসলাম জানান, বিট পুলিশিং স্থানীদের মাঝে সচেনতা বাড়ীয়ে তুলছে, গ্রামের ভিতরে মাদক বিক্রয়ের সময় সাজু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয় পরে আমি গিয়ে সেই ব্যাক্তিকে থানায় নিয়ে আসি।এবং তার একটি নিয়মিত মাদক মামলা হয়।