ভোলায় পুলিশের অন্যায় ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রদল মঙ্গলবার (০২ আগষ্ট) সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের কাছাকাছি আসলে ফুলছড়ি থানা পুলিশ বাঁধা দেয়। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ফুলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সমেদ আলী, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয় বুধা খালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, সহ-সভাপতি তৈয়ব আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এরসঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।’
All Rights Reserved © 2022 Gaibandha Report