সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাইল্ড সেনসিটিভ সোসাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অধিপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, সমবায় অফিসার আতাউর রহমান, যুবউন্নয়ন অফিসার জাফর আহম্মেদ লস্কর প্রমুখ। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।