সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, জামিউল আনছারী লিংকন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, রতন মিয়া, বিপ্লব মিয়া, তানজিমুল হক মোনা, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া ও শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল প্রমুখ।
সভায় পৌর আওয়ামী আওয়ামী লীগসহ ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।