গাইবান্ধার ফুলছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ও ৬২ পুরিয়া হিরোইনসহ বকুল মিয়া (২৮) ও ফরিদুল ইসলাম (২৬) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন গাইবান্ধা সদরের জুম্মাপারা’র সাহাবুদ্দিনের ছেলে ফরিদুল ও বাগুরিয়া গ্রামের হাফিজার এর ছেলে বকুল।
সোমবার (৮আগস্ট) রাতে সদরের মদনেপাড়া বাজার সংলগ্ন খাজা মিয়ার দোকানের সামনে থেকে র্যাব-১৩ গাইবান্ধার একটি টিম তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পাওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলছড়ি থানায় একটি মামলা করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।