গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে মৎস্য চাষিদের দেশীয় প্রজাতির মাছ (পাবদা ও গুলশা)চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১আগস্ট) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)র সহায়তায় মৎস্য অফিসের হল রুমে ৯০ জন মৎস্য চাষিকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠিত প্রশিক্ষণে পুকুর প্রস্তুতকরণ, পোনা নির্বাচন ও সংগ্রহ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
মাছ চাষিদের প্রশিক্ষণ দেন জেলা মৎস্য কর্মকর্তা মো.ফয়সাল আযম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল হক, ক্ষেত্র সহকারী মো.এরশাদ আলী।