মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের ফারুকুল ইসলামের অন্ধ পুত্র নূর আলমের অপারেশনের জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি নূর এ হাবীব টিটন। সহযোগিতা প্রদানের পর নূর আলমকে রংপুর দীপ আই কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১৪ আগষ্ট) গাইবান্ধা জেলা রেজিষ্ট্রি অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল আলম বাদল, সিরাজুল ইসলাম মিথেন, মাসুদ রানা প্রমুখ।
উক্ত সহযোগিতা অনুষ্ঠানে নূর এ হাবীব টিটন বলেন, আমরা সবাই নূর আলমের জন্য দোয়া করবো, আল্লাহ তায়ালা তার অপাররেশন সহীহ সালামতে পার করুক। এবং সে যেন, সুন্দর দৃষ্টি নিয়ে আমাদের মাঝে ফিরে আসুক এমনটাই প্রত্যাশা করি।
All Rights Reserved © 2022 Gaibandha Report