সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা,প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘ,গাইবান্ধা বেকার কল্যাণ একতা সংগঠন ফুলছড়ি উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই আগস্ট) সকালে অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা অফিস চত্বরে সংস্থা’র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ,বিশেষ অতিথি প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি আঃ রশিদ মিয়া,গাইবান্ধা জেলা বেকার কল্যাণ সংস্থা’র সভাপতি আঃ রশিদ মিয়া প্রমুখ।
পরে গরীব অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ও একই স্থানে ১৫ আগষ্টের সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report